দেশের-খবর

পঁচা শামুকে পা কাটলো আমার মেয়ের: দিঘীর বাবা

পঁচা শামুকে আমা’র মে’য়ের পা কে’টেছে বলে জানালেন

অ’ভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর বাবা চলচ্চিত্র অ’ভিনেতা

সুব্রত বড়ুয়া। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন শোবিজ-টুনাইটের এক সাক্ষাৎকারে এসে এমন মন্তব্য করেন সুব্রত। তিনি বলেন, দেশে এই প্রথম কোন অ’ভিনেতা-অ’ভিনেত্রীর সন্তান হিসেবে নিজেই অ’ভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছে দিঘী। ইচ্ছে ছিলো মে’য়ে বড় প্রোডাকশন হাউজে কাজের মাধ্যমে নিজের শুরুটা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। বাংলায় একটা কথা আছে, যে পচা শামুকে পা কা’টা। আমা’র মে’য়েরও তাই হলো শেষ পর্যন্ত। এর আগে সিনেমা মুক্তির আগেই তা নিয়ে

নেতিবাচক মন্তব্য করে সমালোচনায় ফেঁ’সেছেন নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ‘সিনেমাটি চলবে না…’ নিজের সিনেমা নিয়ে এমন বিরূপ মন্তব্যর জেরে গত কয়েকদিন ধরেই সমালোচিত এই অ’ভিনেত্রী। এরই ধারাবাহিকতায় ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা’র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর করা মা’মলায় হাই’কোর্ট থেকে দিঘীর কাছে উকিল নোটিশ যাওয়ার কথা। এছাড়া ‘আমি ওকে ছাড়বো না’ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ঝন্টু। গত ৮ মা’র্চ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এসময় তার সঙ্গে সিনেমা’র প্রযোজক সিমিকেও দেখা গেছে।

Related Articles

Back to top button