আলোচিত খবর

কখনো ভাবিনি আরশ নামের সন্তানদের জীবনে একই অবস্থা হবে : সিদ্দিক

তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদের সংসার

ভাঙার খবরে তাদের অনুরাগী ও সহকর্মীদের মনে ধাক্কা লেগেছে।

সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। তাদের কখনো বিচ্ছেদ হবে এমনটা ভাবেনি কেউই। এই দম্পতির বিচ্ছেদের খবরে মন খারাপ অভিনেতা সিদ্দিকুর রহমানের। 3941 ফেসবুকে সিদ্দিক লিখেছেন, ‘টুটুল ভাই এবং তানিয়া আপার একটি সন্তানের নাম আরশ, আমার সন্তানের নামও আরশ। কিন্তু আমি কখনো ভাবিনি আরশ নামের সন্তানদের জীবনে একই অবস্থা হবে। সত্যি আমরা মিডিয়ার মানুষরা কি করি, কি করছি, কি করা উচিত এগুলো নিয়ে আরেকটু ভাবতে হবে। আসলে আমি কখনো কোনো কিছু বলতে চাইনি এসব নিয়ে। কিন্তু আজ আর পারলাম না। 4345 মনে হলো কোনো কিছু বলা উচিত। আমাদের কেন এমন হচ্ছে। আসলে কি আমরা অনেক খারাপ, নাকি বিধাতা আমাদেরকে এভাবেই জীবন দিয়ে পাঠিয়েছেন। আমরা না হয় আমাদের জীবন আনন্দে কাটিয়ে গেলাম। আমাদের সন্তানরা কি দোষ করেছে। আমাদের জন্য তাদের এমন জীবন গড়তে হবে কেন?’

Related Articles

Back to top button