আলোচিত খবর

বলিউড থেকে ফোনে বলেছে, বাংলাদেশে তোমরা ইতিহাস করলে : বর্ষা (ভিডিও)

ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি

সিনেমায় চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায়

হাজির হয়েছেন তিনি। এই তারকা দম্পতির মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘দিন দ্য ডে।’ শত কোটি বাজেটের এই সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা দুই-ই হচ্ছে। 79 সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়ে বর্ষা জানান, ‘বলিউড পর্যন্ত পৌঁছে গেছে, বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে ‘দিন দ্য ডে’। হোয়াটস অ্যাপে ইন্ডিয়ার একটি নম্বর থেকে আমার কাছে কল আসে। আমি ফোনটা ধরলাম।

তখন বলল, আপনি কি বর্ষা ম্যাম? আমি বললাম, জ্বি। 246 তখন ফোনের ওপাশ থেকে বলল, আপনার সঙ্গে একটু কথা বলা উচিত। আমরা শুনেছি, আপনারা একটি সিনেমা করেছেন ‘দিন দ্য ডে’, যে সিনেমাটি বাংলাদেশে ইতিহাস তৈরি করে দিয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার এক শ কোটি টাকার সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। তখন আমি বললাম, একটু পরে কল করি। কিন্তু বাসায় গিয়ে কল করতে ভুলে গেছি।’ 4850 প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে।’ সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।

Related Articles

Back to top button