আলোচিত খবর

যোদ্ধার সাজে সাকিব!

আপাতত খেলার ব্যস্ততা নেই। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও

না খেলার ঘোষণা দিয়েছেন আগেই। তাই বেশ ফুরফুরে

মেজাজেই সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ছুটিতে থাকা সাকিব হঠাৎ করেই চমকে দিয়েছেন তার ভক্তদের। নবাবি যোদ্ধার সাজে এসে ভক্তদের অবাক করে দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। 246 মঙ্গলবার (১৯ জুলাই) রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে দুইটি ছবি পোস্ট করেছেন সাকিব। ছবি দুটিতে সাকিব

হাজির হয়েছন নবাবি যোদ্ধার পোশাক পরে। অনেকটা প্রাচীনকালের মতো সাজ, হাতে ছিল তলোয়ার। ছবিগুলোতে সাকিব চেক ইন দিয়েছেন দুবাই প্রোডাকশন সিটি, টিকম গ্রুপ। 810 ছবি দুইটি প্রকাশের সাথে সাথেই সাকিব ভক্তরা ছবির কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েছেন। কেউ লিখছেন নবাব। একজন লিখেছেন, ভাই আপনাকে আর কত রুপে দেখব, আর যায় বলুন না কেন একমাত্র লাল সবুজের জার্সিতেই আপনাকে বেস্ট লাগে’। এখন পর্যন্ত ছবি দুটিতে ১৫ হাজার কমেন্টস ও ২ লাখ ১৩ হাজার রিঅ্যাক্ট পড়েছে। টিকম গ্রুপ মূলত সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। যার আওতায় রয়েছে টেকনোলজি কোম্পানি, টিকম বিজনেস, টিকম পার্কসহ ইত্যাদি।

Related Articles

Back to top button