আলোচিত খবর

বদলে যাচ্ছে হিসাব-নিকাশ

এবার ঈদুল আজহা ছিল রোববার। ফলে সিনেমা বাজার

দাঁড়িয়েছে পাঁচদিনের এক সপ্তাহে। যদিও দ্বিতীয় সপ্তাহকেও

প্রথম সপ্তাহ হিসেবেই ধরছেন কেউ কেউ। সপ্তাহ নিয়ে এত কথা বলার কারণ সিনেমার সাফল্য ও ব্যর্থতার সঙ্গে সপ্তাহের হিসাব জড়িয়ে আছে শক্তপোক্তভাবে। এবার ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’—যে সিনেমাকে বলা হচ্ছে শতকোটি টাকা বাজেটের সিনেমা। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’—বরগুনার রিফাত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। অনন্য মামুন পরিচালিত অন্য সিনেমার নাম ‘সাইকো’। এতে অভিনয় করেছেন পূজা চেরি ও জিয়াউল রোশান। প্রথম সপ্তাহে ‘দিন: দ্য ডে’ ১০৯, ‘সাইকো’ ২৪ এবং ‘পরাণ’ ১১টি হলে মুক্তি পায়।

এরপর ভাঙা সপ্তাহ শেষে বদলে যাচ্ছে হিসাবনিকাশ। হল দখলের দৌড়ে দিন: দ্য ডে এগিয়ে থাকলেও দর্শক টানায় এগিয়ে আছে পরাণ। ফলে ঈদের পরের শুক্রবারে দেখা যায় মাল্টিপ্লেক্সগুলোয় পরাণের শো বাড়ছে। ঈদের দিন থেকে বসুন্ধরা সিটিতে পরাণের দুটি, সীমান্ত সম্ভারে একটি ও সনিতে একটি করে শো চলছিল। পরাণের চারটি শোর বিপরীতে দিন: দ্য ডে সিনেমার শো ছিল ১২টি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের জন্য দিন: দ্য ডের শো ১২ থেকে কমিয়ে আটটি করা হয়েছে। অন্যদিকে পরাণের শো বাড়িয়ে করা হয়েছে ১১টি। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন বণিক বার্তাকে জানান, ‘ঢাকার স্টার সিনেপ্লেক্সের পান্থপথ, জিগাতলা, মীরপুর, মহাখালীসহ সব শাখায় ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশী দুটি হচ্ছে পরাণ ও দিন: দ্য ডে এবং অন্য দুটি হলিউডি ছবি।’ তিনি বলেন, ‘ঈদের পরদিন থেকে বাংলাদেশী ছবি দুটি বিকাল ও সন্ধ্যার দুই শোই হাউজফুল যাচ্ছে। দিন দিন দর্শক আগ্রহ বাড়ছে। আমরাও সন্তুষ্ট। ঈদুল ফিতরেও বাংলাদেশী ছবির ভালো সাড়া পেয়েছি। এবারো ভালোর দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশী সিনেমা নিয়ে একের পর এক সুখবর দিতে পারব। দুটি ছবির দর্শক হাউজফুল থাকলেও রিভিউতে এগিয়ে আছে পরাণ। দিনকে দিন এ ছবির দর্শক আগ্রহ বাড়ছে। আমরাও তাই প্রদর্শনীর সংখ্যা বাড়ানোর কথা ভাবছি।’ গতকাল দুপুরের শোয়ে স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেমা হল ঘুরে দেখা যায় একই চিত্র। ছুটির দিনে উপচে পড়া ভিড়। বলাকা সিনেমা হলে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন পুরান ঢাকার বাসিন্দা সেলিম শেখ। তিনি একটি বেসরকারি ক্লিনিকের টেকনিশিয়ান। বণিক বার্তাকে বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া তিনটা সিনেমাই দেখেছি। দিন: দ্য ডে ভালো হয়েছে। তবে বিশাল বাজেটের সিনেমা হিসেবে মন জয় করতে পারেনি। বরং পরাণ আমি বন্ধুদের নিয়ে এসে দ্বিতীয়বার দেখছি। কারণ পরাণ প্রথমবার ভালো লেগেছে। মিম আর রাজের অভিনয় ভালো লেগেছে। গল্পটাও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানগুলো সুন্দর। সব মিলিয়ে আহামরি না হলেও মোটামুটি একটা ভালো সিনেমা বলা যায়।’ পরাণের দর্শক রেসপন্স জানতে চাইলে ছবির অভিনেতা শরিফুল রাজ বণিক বার্তাকে বলেন, ‘এককথায় অসাধারণ। এ পর্যন্ত ছবিটি নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য পাইনি। যে হলেই যাচ্ছি, দর্শক আমাকে দেখে চিত্কার করে উঠছেন। বিষয়টি আমার জন্য পরম পাওয়া। হূদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা পরাণ। মুক্তির পর থেকে ছবিটি ঘিরে ক্রমে দর্শক আগ্রহ বাড়ছে। দীর্ঘ সময় পর এবার প্রেক্ষাগৃহগুলো থেকে দর্শক বেরিয়ে আসছেন হাউজফুলের আনন্দ নিয়ে। এ কারণে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোয় সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি আগামী শুক্রবার থেকে নতুন আরো ৩০টি প্রেক্ষাগৃহে ছবিটি চলবে।’ অনন্ত জলিলও দাবি করেছেন দিন: দ্য ডে সিনেমার টিকিট পাচ্ছেন না দর্শক। সব শো হাউজফুল যাচ্ছে। গত বৃহস্পতিবার গণমাধ্যমকে অনন্ত বলেন, ‘সিনেপ্লেক্সগুলো দর্শকের ঢল সামলাতে পারছে না। এ কারণে সিনেপ্লেক্সের সনি ও অন্যান্য শাখায় একটা করে স্ক্রিন বাড়ানো হচ্ছে।’ যমুনা ব্লকবাস্টার সিনেমাস প্রেক্ষাগৃহে শুরু থেকে চূড়ান্ত ছিল দিন: দ্য ডে ছবিটি। তাই প্রথমে এ ছবির পাঁচটি শো চূড়ান্ত করা হয়। পরবর্তী সময়ে বাংলা ছবির তালিকায় যুক্ত হয় পরাণ ও সাইকো। পরের দুটি ছবির প্রদর্শনীর সংখ্যা যথাক্রমে তিনটি ও দুটি। যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ আই রাজু বললেন, ‘দিন: দ্য ডে ও পরাণ সমানভাবে ভালো যাচ্ছে। তবে শুরু থেকে দিন: দ্য ডে ছবির প্রদর্শনীর সংখ্যা যেহেতু বেশি, তাই ব্যবসাটাও বেশি। এটাও ঠিক, আমরা দেখছি, পরাণ ছবির প্রতি দর্শকের আগ্রহও বাড়ছে। তাই তো তিনদিনের মাথায় প্রদর্শনী সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছি।’

Related Articles

Back to top button