আলোচিত খবর

ইতা‌লির রাষ্ট্রপ‌তি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রী এবং

পররাষ্ট্রমন্ত্রী‌কে আম উপহার হিসেবে পাঠিয়েছেন। জানা গেছে,

এক হাজার কে‌জি বাংলা‌দে‌শি আম্রপা‌লি জা‌তের আম পাঠানো হয়েছে। আজ বুধবার (২০ জুলাই) রো‌মের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। রো‌মের বাংলা‌দেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলা‌দে‌শে সরকারের উপহা‌রের এক হাজার কে‌জি আম চল‌তি সপ্তা‌হে পররাষ্ট্র মন্ত্রণালয়, রো‌মের বাংলা‌দেশ দূতাবা‌সের মাধ্যমে ইতা‌লিতে পৌঁছায়। এসব

আম ই‌তা‌লির কূটনৈতিক প্রটোকলের প্রধানের কার্যালয়ের মাধ্যমে দেশ‌টির রাষ্ট্রপ‌তি প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বণ্টন করা হ‌য়ে‌ছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পাঠানো আম গ্রহন করে শেখ হাসিনাকে ইতা‌লি সরকা‌র আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles

Back to top button