আলোচিত খবর

বাচ্চারা জানে না টুটুল বিয়ে করেছে, আমিও জানাতে চাইনা: তানিয়া

প্রাক্তন স্বামী সংগীত শিল্পী এসআই টুটুলের দ্বিতীয় বিয়েতে শুভ

কামনা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। সোমবার টুটুলের

দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এলে তানিয়া এ বিষয়ে বলেন, ‘তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমি ও আমার সন্তানরাও ভালো থাকবো।’ 3941 টুটুলের দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি। টুটুল জানান, নিউইয়র্কে আরটিভির ‘বাংলা গায়েন’ অনুষ্ঠানে সোনিয়ার সঙ্গে পরিচয়। পরে

দুজন মিলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৪ জুলাই বিয়ে হয় তাদের। 4345 টুটুল বলেছেন, তানিয়ার সঙ্গে পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদ হয় তাদের। এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বলেন, ‘টুটুল বিয়ে করেছে সেটা নিয়ম মেনেই করেছে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। এখন আমার ভালো থাকাটাও বেশি দরকার।’ 47491 টুটুল ও তানিয়া দম্পত্তির ঘরে রয়েছে অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে এবং আয়াত ও সামিয়া নামে দুই কন্যা। বাবার বিয়ের বিষয়টি তারা কেউ জানে না বলে মন্তব্য তানিয়ার। 35 অভিনেত্রী তানিয়া বলেন, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’ এসআই টুটুল ও তানিয়া আহমেদের বিয়ে হয় ১৯৯৯ সালে। 20

Related Articles

Back to top button