Uncategorized

৬ ইঞ্চি সেই কঙ্কালটি ভিনগ্রহের কিনা, জানালেন বিজ্ঞানীরা

ছয় ইঞ্চি মাপের কঙ্কালটি ভিনগ্রহের কোনো প্রাণীর কিনা, এক যুগেরও

বেশি সময় ধরে এই প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা। কৌতুহল বাড়ছিল

পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের ‘যাতায়াত’ নিয়ে। তবে অবশেষে জানা গেলো কঙ্কালের রহস্য সম্পর্কে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে চিলির আটাকামা মরুভূমি থেকে এই কঙ্কালটি উদ্ধার হয়। নাম দেওয়া হয় ‘আটা’। কঙ্কালটির মাথা শঙ্কু আকৃতির। দেহে মাত্র ১০টি পাঁজর রয়েছে। চিলির লা নোরিয়ায় ধনসম্পদ

খুঁজতে গিয়ে এই অদ্ভুতদর্শন কঙ্কালটি খুঁজে পেয়েছিলেন অস্কার মুনো নামে এক ব্যক্তি। তার পর থেকেই ছয় ইঞ্চির এই কঙ্কাল নিয়ে রহস্য বেড়েছে। কঙ্কালের আকৃতি এতটাই ছোট যে সেটিকে ছোট চামড়ার খাপে ভরে ফেলা যায়। ১৮ বছর পর সব রহস্যের পর্দা ফাঁস করলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওটা কোনও ভিনগ্রহের প্রাণী নয়, সেটি মানবসন্তানের কঙ্কাল। আনুমানিক ৪০ বছর আগে তার মৃত্যু হয়। জিনগত সমস্যার জন্য শরীরের বিকৃত গঠন এবং হাড়ের বিকাশ ঘটেনি। বামনত্বের কারণেই এমন হয়েছে বলে মত বিজ্ঞানীদের। জন্মের পর পরই শিশুটির মৃত্যু হয়েছিল বলেও ধারণা তাদের।

Related Articles

Back to top button