Uncategorized

ডিম ভাজতে দেরি হওয়ায় গৃহকর্মীর হাত ভেঙে দিলো পুলিশ সদস্যের স্ত্রী

ঢাকার সাভারে পুলিশ সদস্যের স্ত্রীর হাতে পাশবিক নির্যাতনের শিকার

হয়েছেন স্বপ্না নামে এক গৃহকর্মী। এতে তার মাথা ফেটে ও হাত ভেঙে যায়।

পরে তিনি পালিয়ে একটি গ্যারেজে অবস্থান নিলে স্থানীয়রা তাকে সাভার মডেল থানায় যায়। বৃহস্পতিবার সকালে সাভার পৌর-এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার স্বপ্না আক্তার জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরবঙ্গু গ্রামের ছব্দুল মিয়ার মেয়ে। অভাবের তাড়নায় দেড় বছর আগে বাসা বাড়িতে কাজ শুরু করেন তিনি। স্বপ্না জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ডিম ভাজতে দেরি হওয়ায় হাতে রুটি বানানোর বেলনা দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয় পুলিশ সদস্য শাহেদের স্ত্রী সুইটি বেগম।

পরে কাপড় কাঁচতে বললে ভাঙা হাতে নিয়ে পারবে না জানালে ফের মারধর করা হয় তাকে। মারধরের এক পর্যায়ে মাথা ফেটে যায় স্বপ্না আক্তারের। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় সুইটি বেগম। শুক্রবার দুপুরে সুযোগ পেয়ে ওই বাসা থেকে পালিয়ে ব্যাংক কলোনি এলাকার একটি মোটরগ্যারেজ আশ্রয় নেন স্বপ্না। পরে স্থানীয়রা তাকে সাভার মডেল থানায় নিয়ে গেলে সেখানে তিনি লিখিত অভিযোগ করেন। তিনি আরো জানান, দেড় বছর গৃহকর্মীর কাজ করে মাত্র ১৩ হাজার টাকা পেয়েছেন স্বপ্না। কিছুদিন আগে মায়ের অসুস্থতার খবর শুনে যেতে চাইলেও যেতে দেয়নি শাহেদ-সুইটি দম্পতি। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ঐ দম্পতি গৃহকর্মীদের ওপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছে। এদিকে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি পুলিশ সদস্যের স্ত্রী সুইটি বেগম। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার গৃহকর্মী স্বপ্না লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button